বইঃ সহিহ বুখারী- তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] – ফ্রী ডাউনলোড

67
15501

634_474804532562650_490452733_nসংক্ষিপ্ত বর্ণনাঃ মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করেছেন। তারই প্রমান হচ্ছে ইমাম বুখারী (রহ) এই গ্রন্থ সহিহুল বুখারী। বাজারে আরও অনেক অনুবাদ থাকা শর্তেও তাওহীদ প্রকাশনীর বুখারী প্রকাশ করার পিছনে যে কারণ গুলো কাজ করেছে তা নিচে দেয়া হলঃ

তাওহীদ পাবলিকেশন্স এর সাহিহুল বুখারীর  উল্লেখ যোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো :

. আল-মু’জামুল মুফাহরাস লি আলফাযিল হাদীস হচ্ছে একটি বিষ্ময়কর হাদীস – অভিধান গ্রন্থ । গ্রন্থটিতে আরবি বর্ণমালার ধারা অনুযায়ী কুতুবুত ‍তিস’আহ ( বুখারী , মুসলিম , তিরমিযী , আবু দাউদ , নাসাঈ , ইবনু মাজাহ , মুসনাদ আহমাদ , মুওয়াত্তা ইমাম মালিক , দারেমী ) নয়টি হাদীস গ্রন্থের শব্দ আনা হয়েছে । যে কোন শব্দের পাশে সেটি কোন কোন হাদীস গ্রন্থে এবং কোন পর্বে বা কোন অধ্যায়ে আছে তা উল্লেখ রয়েছে ।

আমাদের দেশে এ গ্রন্থটি অতটা পরিচিতি লাভ না করলেও বিজ্ঞ আলিমগণ এটির সাথে খুবই পরিচিত । বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের ছাত্র শিক্ষক সবার নিকট বেশ সমাদৃত । অত্র গ্রন্থের হাদীস গুলো আল মু’জামুল মুফাহরাসের ক্রমধারা অনুযায়ী সাজানো হয়েছে । যার ফলে অন্যান্য প্রকাশনার হাদীসের নম্বরের সাথে এর নম্বরের মিল পাওয়া যাবে না । আর এর সর্বমোট হাদীস সংখ্যা হবে ৭৫৬৩ টি । আধুনিক প্রকাশনীর হাদীস সংখ্যা হচ্ছে ৭০৪২ টি । আর ইসলামিক ফাউন্ডেশনের হাদীস সংখ্যা হচ্ছে ৬৯৪০ টি ।

. যে সব হাদীস একাধিকবার উল্লেখ হয়েছে অথবা হাদীসের অংশ বিশেষের সংগে মিল রয়েছে সেগুলোর প্রতিটি হাদীসের শেষে পূর্বোল্লিখিত ও পরোল্লিখিত হাদীসের নম্বর যোগ করা হয়েছে । যার ফলে একটি হাদীস বুখারীর কত জায়গায় উল্লেখ আছে বা সে বিষয়ের হাদীস কত জায়গায় রয়েছে তা সহজেই জানা যাবে । আর একই বিষয়ের উপর যাঁরা হাদীস অনুসন্ধান করবেন তাঁরা খুব সহজেই বিষয়ভিত্তিক হাদীস গুলো বের করতে পারবেন । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে :  ( ১০০২ , ১০০৩ , ১৩০০ , ২৮০১ , ২৮১৪ , ৩৯৬৪ , ৩১৭০ , ৪০৮৮ , ৪০৮৯ , ৪০৯০ , ৪০৯১ , ৪০৯২ ,৪০৯৪ , ৪০৯৫ , ৪০৯৬ , ৬৩৯৪ , ৭৩৪১ ) বন্ধনীর হাদীস নম্বর গুলোর মধ্যে ১০০১ নং হাদীসে উল্লিখিত বিষয়ে আংশিক বা পূর্ণাঙ্গ আলোচনা পাওয়া যাবে ।

৩. বুখারীর কোন হাদীসের সঙ্গে সহীহ মুসলিমের কোন হাদীসের মিল থাকলে মুসলিমের পর্ব অধ্যায় ও হাদীস নম্বর প্রতিটি হাদীসের শেষে উল্লেখ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( মুসলিম ৫/৫৪ হা/৬৭৭ ) অর্থাৎ পর্ব নং ৫ , অধ্যায় নং ৫৪ , হাদীস নং ৬৭৭   সহীহ মুসলিমের হাদীসের যে নম্বর উল্লেখ করা হয়েছে তা মু’জামুল মুফাহরাসের নম্বর তথা ফুয়াদ আব্দুল বাকী নির্ণিত নম্বরের সঙ্গে মিলবে ।

. বুখারীর কোন হাদীস যদি মুসনাদ আহমাদের সঙ্গে মিলে তাহলে মুসনাদ আহমাদের হাদীস নম্বর সেই হাদীসের শেষে যোগ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( আহমাদ ১৩৬০২ ) এটির নম্বর এহইয়াউত তুরাস আল-ইসলামীর নম্বরের সঙ্গে মিলবে ।

৫. আমাদের দেশে মুদ্রিত ইসলামিক ফাউন্ডেশন ও আধুনিক প্রকাশনীর হাদীসের ক্রমিক নম্বরে অমিল রয়েছে । তাই প্রতিটি হাদীসের শেষে বন্ধনীর মাধ্যমে সে দুটি প্রকাশনার হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( আ.প্র.৯৪২ ই.ফা.৯৪৭ ) অর্থাৎ আধুনিক প্রকাশনীর হাদীস নং ৯৪২ , আর ইসলামিক ফাউন্ডেশনের হাদীস নং ৯৪৭ ।

. প্রতিটি অধ্যায়ের ( অনুচ্ছেদ ) ক্রমিক নং এর সঙ্গে কিতারে ( পর্ব ) নম্বরও যুক্ত থাকবে যার ফলে সহজেই বোঝা যাবে এটি কত নম্বর কিতাবের কত নম্বর অধ্যায় । যেমন ১০০১ নং হাদীসের পূর্বে একটি অনুচ্ছেদ রয়েছে যার নম্বর ১৪/৭ অধ্যায় : অর্থাৎ ১৪ নং পর্বের ৭ নং অধ্যায় ।

৭. যারা সহীহ বুখারীর অনুবাদ করতে গিয়ে সহীহ হাদীসকে ধামাচাপা দিয়ে যঈফ হাদীসকে প্রাধান্য দেয়ার জন্য বা মাযহাবী অন্ধ তাকলীদের কারণে লম্বা লম্বা টিকা লিখেছেন তাদের সে টিকার দলীল ভিত্তিক জবাব দেয়া হয়েছে ।

. আরবী নামের বিকৃত বাংলা উচ্চারণ রোধকল্পে প্রায় প্রতিটি আরবী শব্দের বিশুদ্ধ বাংলা উচ্চারণের চেষ্টা করা হয়েছে । যেমন : আয়েশা এর পরিবর্তে ‘আয়িশাহ্ , জুম্মা এর পরিবর্তে জুমু‘আহ্ , নবী এর পরিবর্তে নাবী , রাসূল এর পরিবর্তে রসূল , ম্ক্কা এর পরিবর্তে মাক্কাহ , ইবনে এর পরিবর্তে ইবনু , উম্মে সালমা এর পরিবর্তে উম্মু সালামাহ্ , নামায এর পরিবর্তে সলাত ইত্যাদি ইত্যাদি প্রচলিত বানানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ।

. সাধারণের পাশাপাশি আলিমগণও যেন এর থেকে উপকৃত হতে পারেন সে জন্য অধ্যায় ভিত্তিক বাংলা সূচি নির্দেশিকার পাশাপাশি আরবী সূচি উল্লেখ করা হয়েছে ।

১০. বুখারীর কত জায়গায় কুরআনের আয়াত এসেছে এমনকি আয়াতের একটি শব্দ আসলেও সেটির সূরার নাম , আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে ।

১১. ইনশাআল্লাহ সমৃদ্ধ অধ্যায় ভিত্তিক সূচি নির্দেশিকা সহ প্রতিটি খন্ডে থাকবে সংক্ষিপ্ত পর্বভিত্তিক বিশেষ সূচি নির্দেশিকা । এতে কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানা যাবে ।

১২. হাদীসে কুদসী চিহ্নিত করে হাদীসের নম্বর উল্লেখ ।

১৩. মুতাওয়াতির ১৪. মারফু’ ১৫. মাওকুফ ও ১৬. মাকতু হাদীস নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে । ফলে সে হাদীস গুলোকে সহজেই চিহ্নিত করা যাবে ।

১৭. প্রতিটি খন্ডের শেষে পরবর্তি খন্ডের কিতাব/পর্বভিত্তিক সূচি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে ।”

এই সব কারণে যাদের সামর্থ্য আছে বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব কেনার তাদের কাছে আমাদের সু-পরামর্শ থাকবে তাওহীদ পাবলিকেশন্স থেকে কেনার। কারণ বুখারী মুসলিম ছাড়া অন্যান্য হাদীস গন্থে কিছু কিছু জাল ও যঈফ হাদীসও রয়েছে । যেগুলোর উপর আমল করা নিষিদ্ধ । একমাত্র তাওহীদ পাবলিকেশন্সই বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসির উদ্দিন আলবানী (রহঃ) এর তাহক্বীক্ব করা হাদীস গ্রন্থ এর অনুবাদ প্রকাশ করেছে ।

সম্পূর্ণ বইটিতে Interactive Link অ্যাড করেছে  waytojannah.com। যারা এই কাজে পরিশ্রম ব্যয় করেছেন, আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

নতুন সংস্করণে Interactive Link অ্যাড করা হয়েছে। 

[divider]

QuranerAlo  সার্ভার থেকে ডাউনলোড করুন

১ম খন্ড | ২য় খন্ড | ৩য় খন্ড | ৪র্থ খন্ড | ৫ম খন্ড | ৬ষ্ঠ খন্ড 

ডাউনলোড (১-৬ খন্ড একত্রে) (136 MB)

(Right Click on Download, and click save link as/target as)

Mediafire থেকে ডাউনলোড করুন 

১ম খন্ড | ২য় খন্ড | ৩য় খন্ড | ৪র্থ খন্ড | ৫ম খন্ড | ৬ষ্ঠ খন্ড 

ডাউনলোড (১-৬ খন্ড একত্রে) (136 MB)

[divider]

Print Friendly, PDF & Email


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

67 COMMENTS

  1. জাজক আল্লাহ 
    আলহামদুলিল্লাহ যে সহিহ আল বুখারীর তাওহীদ পাবলিকেশনস  এর অনুবাদটি অনেক দীর্ঘ সময় পরে পাওয়া গেল।
    বাকী সকল খন্ডের অপেখায় রইলাম।

  2. ধন্যবাদ, এটা খুঁজছিলাম অনেক দিন যাবত।

  3. Jazak Allah Khiran………
    ইনশাআল্লাহ, পরবতীতে বাকি খন্ডগুলোও পাবো।

  4. জাযাক আল্লাহু খায়রান , ,আল্লাহ্‌ আপনাদের উত্তম প্রতিদান দান করুক !

  5. Du’a korben jeno baki khondo gulo taratari apnader kache pouchanor kajta Allah sohoj kore den.

  6. বাকী খন্ডগুলোর অপেক্ষায় যাযাকাল্লাহু খায়ের।

  7. আলহামদুলিল্লাহ্‌। অবশেষে অপেক্ষার অবসান হল। জাযাকাল্লাহ খাইর।

  8. doa ki ALLAH apnader upor rohom koruk r jara sahih islam er pothe chole tader kono somossa jeno na hoy r jara sott pothe chole tader sate ALLAHOR sahajjo sobsomoy thake

  9. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  10. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  11. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  12. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  13. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  14. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  15. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  16. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  17. ২য় খন্ডের লিঙ্ক কমপ্লিট ডাউনলোড হয়না। তার আগেই এরর দেখিয়ে বন্ধ হয়ে যায় এবং আবার প্রথম থেকে ডাউনলোড করতে বলে।

  18. truecafebd এই লিংক থেকে চেস্টা করুন http://www.mediafire.com/view/?rm3adk69pldra9j
    ২য় খন্ড

  19. আলহামদুলিল্লাহ্‌ আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে আপনারা কখন তাউহীদ পাবলিকেশন এর বুখারী শরিফ দেবেন।
    কোরানের আলো কে ধন্যবাদ

    আমি সম্প্রতি খবর নিয়ে দেখলাম যে তাউহীদ পাবলিকেশন নাকি Banned হয়েছে।আপনারা কেউ কি এ ব্যাপারে বলতে পারেন?

  20. JazakAllah khair…

    but quraner-alo site er add er logo ta ektu beshi boro hoye gese, so page gulo porte ekto jhamela hoy tar upor abar color logo :(
    other wise every thing is fine…
    again JazakAllah khair and waiting for next part with this logo’s size and color correction (we hope)

  21. BY AMI ABU DHABI TE TAKI KENTO A KHANE KONO ISLAMIK BANGLA BOOK PAWA JAINA.HOTAT DEKTE PELAM FACEBOOKE APONADER LINK TA SATE SATE DOKLAM DEKLLAM SOB ISLAMIK BOOK.AMI APONADER DUNNOIBAD.

  22. Plz Inform me in –  http://www.facebook.com/rasel246 , if you want to all part of tauhid publication’s  bukhari

  23. 2nd khondo ta download hosse na. amon kau ki asen je 2nd khonder akta valo file er link deben…

  24. আলহামদুলিল্লাহ…ভাই।আপনাদের এই কষ্টের জন্য পালটে যাচ্ছে অনেকের জীবন।পেয়ে যাচ্ছে জান্নাতের পথ।আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ।

  25. স্ক্যান কপি অনেক এমবি খরচ হয় কিন্তু তফসির আহসানুল বায়ানের পিডিএফ এর মত হলে পড়তে ও এমবিতেও এক ক্ষন্ডে হত

  26. dawnlod hochse na pls keow help koren..
    ta na hole tawhit pablication all bukhari link ta share koren

  27. dawnlod hochse na pls keow help koren..
    ta na hole tawhit pablication all bukhari link ta share koren

আপনার মন্তব্য লিখুন