ইসলামিক সফটওয়্যার – সালাত টাইম – ফ্রী ডাউনলোড

13
8109
254
Salaat Time’ হচ্ছে একটি বিনামূল্যে মাল্টি ফাংশন ইসলামী অ্যাপ্লিকেশন যেটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালতের সময়সূচী বর্ণনা করবে। এটা সিস্টেম ট্রে তে সীমিত হয়ে থেকে এবং নির্ধারিত সময়ে আযান দেয় এবং সালাত আদায়ের জন্য সংকেত প্রদর্শন করে। এছাড়া এটা আপনাকে পরবর্তী সালাতের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা অবহিত করবে । বিশ্বের যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের সালাতের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন। আরও বহু  আকর্ষণীয় বিষয়ের সংযোজনা আছে এখানে ! অতএব, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর উপভোগ করুন এই  আকর্ষণীয় সফটওয়্যার ! ইনশাল্লাহ ভাল লাগবে।  ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে।
 চিহ্নিত স্থানে বর্তমানের কারেন্ট সময় দেখাবে ।

 চিহ্নিত স্থানে পরবর্তী ওয়াক্তের নামাজের এখনো কত সময় বাকি আছে তা দেখাবে।

৩,৫,৬,৭,৮ চিহ্নিত স্থানে যথাক্রমে ফজর ,জোহর , আসর , মাগরিব ,এশার  নামাযের সময় শুরু হওয়ার সময় দেখাবে । (আপনি এই সময় থেকেই উক্ত ওয়াক্ত এর নামায আদায় করতে পারবেন। আমাদের দেশের মসজিদ গুলোতে দেরিতে আযান দেয়। অতএব জরুরী কাজ থাকলে নামায পরে বের হবেন। নামায মিস করবেন না)

 চিহ্নিত স্থানে সূর্যদয়ের সময় দেখাবে

# পরবর্তীতে যে ওয়াক্তের নামাজ তার নিচে সবুজ  রং হয়ে থাকবে । এখন যেমন আসরের নিচে আছে ।

 চিহ্নিত স্থানে কা’বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। যেমন আমার বাসা থেকে ৮২.৫৯ ডিগ্রি পশ্চিমে ।

এটার পাশে আরো আছে এই মাসের   ও বছরের নামাজের সময়  সূচি ।

২য় ধাপ: 

আযান সেটিংস্‌

 চিহ্নিত স্থানে ক্লিক করলে উপরের এই উইন্ডো আসবে আর ২,৩,৪,৫,৬ চিহ্নিত স্থানে যথাক্রমে ফজর ,জোহর , আসর , মাগরিব , এশার  আজান সেট করা যাবে ।এখানে বেশ কয়েক জনের আজান শুনতে পারবেন আবার নিজেও কোন আজান  .WAV ফরমেটে রেকর্ড করা আযান সেট করে,  আর ঐ আজান শূনতে পারবেন ।
এইখানে থেকে মিশারী আল-আফাসির আযান ডাউনলোড করতে পারবেন।
                     আযান-১ | আযান-২ | আযান-৩
 চিহ্নিত স্থানে ঠিক করে দিন যে আপনার পিসি স্টার্টের সময়ে  কি বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে কিনা ।

৩য় ধাপ:

255

আপনি চাইলে এখান থেকে আজানের আগের এলার্ম ঠিক করে দিতে  পারবেন । আর এখানেও চাইলে আপনার রেকর্ড করা কোন .WAV ফরম্যাটের অডিওকে যোগ করতে পারবেন ।

Flash the Tray Icon এ টিক দিয়ে দিন। তাহলে সালাতের সময় হলে আপনাকে সিস্টেম ট্রেতে সতর্কবার্তা প্রদর্শন  করবে।
আমি এই অপশনটি সব চেয়ে বেশি পছন্দ করি।

৪র্থ ধাপ: 

এইবার নামাযের সময় কিভাবে সেট করবেন তা শেখানো হবেঃ

প্রথমে Options -> Prayer Settings ক্লিক করুন।

 এই বক্স থেকে আপনি আপনার দেশ নির্বাচন করুন।
 এইখানে আপনার শহর নির্ধারণ করুন।
 বিস্তারিত ভাবে দেশ, শহর, জেলা, টাইম জোন সিলেক্ট করুন।
 বক্স ১ এ আপনি University of Islamic Sciences, Karachi সিলেক্ট করুন।
আসরের নামাযের সময় কি ভাবে গণনা করবেন তা নির্ধারণ করুন।

ডাউনলোড করুন 

www.Salaattime.com

ইনশাআল্লাহ্‌ পরের সপ্তাহে Android মোবাইলের জন্য কিছু আপ্পিকেশন নিয়ে পোস্ট করব।

Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

13 COMMENTS

  1. As-Salamu-Alikum Brothers,
    First of all thank you for creating this application. May Allah give you more knowledge to continue your good work for deen.
    I would like to know any version for MAC computers?
    Thank you. 

  2. আপনার ছবিগুলো কাজ করেনা, একটু কষ্ট করে এটা ঠিক করে দিন, অপেক্ষা রইলাম, ছবিগুলো প্রিভিউ দেখা যাচ্ছে না।

  3. EID-UL-ADHA MUBARAK TO ALL MUSLIMS THROUGH OUT THE WORLD BEHALF OF OUR WHOLE TEAM:
    Eid’l Adhaa Al-Mubaarak!…Taqabbalallaahu minnaa wa minkum saalihal a’maal.
    May Allah Subhanahu wa Ta’ala forgive us all our sins, accept from us our every supplication and reward us all with the greatest of blessings in this life and in the Hereafter….. Allaahumma Aa’meen.
    Remembers us our whole team in your duwas. May Allah bless them All Ameen.

আপনার মন্তব্য লিখুন