বইঃ জ্বিন ও শয়তান জগৎ – ফ্রি ডাউনলোড

1
6452

Jin-o-Shaitan-Jogotসংক্ষিপ্ত বর্ণনাঃ আমাদের সমাজে অজস্র ভুল ধারণা বিদ্যমান। তন্মধ্যে জ্বিন ও শয়তান সম্পর্কে ভুল ধারণা অন্যতম । জ্বিন ও ভুত নিয়ে বহু আজগুবি কাহিনী আমাদের সমাজে বিদ্যমান। আবার সেসবকে অস্বীকার ও অবিশ্বাস করতেও শোনা যায় অনেকের কাছ থেকে। অথচ ফিরিশতা-জগতের মতো এটাও একটি পৃথক ও রহস্যময় জগৎ। আামদের তাই মানা উচিত, যা কিতাব ও সহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। জ্ঞানে ধরলে ভালো কথা, নতুবা তার প্রকৃতত্ত্ব ও বাস্তবিকতা আল্লাহ ও তাঁর রাসূলের জ্ঞানের উপরে ছেড়ে দেয়া এবং যেভাবে বর্ণিত হয়েছে, সেইভাবেই তা বিশ্বাস রাখা। এটাই প্রকৃত মু’মিনের গুণ।

ইসলাম জ্বিন ও শয়তানের অস্তিত্ত্বকে বিশ্বাস করে। মনুষ্য জাতির সৃষ্টির আদিকাল থেকেই ইতিহাসে জড়িত শয়তানের নাম। মহান আল্লাহ তাদের ব্যাপারে একটি পূর্ণ সুরাই অবতীর্ণ করেছেৃন, তার নাম হয়েছে ‘সূরা জ্বীন’

এসব বিষয়ের প্রতি গুরুত্ব বিবেচনা করেই এই বইটি লিখিত। বইটি মূলত ড. উমার সুলাইমান আল-আশকারের লিখা আরবী বইয়ের ভাবানুবাদ। এটি ভাবানুবাদ করেছেন বিশিষ্ট লেখক আবদুল হামীদ ফাইযী মাদানী। বইটি প্রকাশ করেছে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী।

বইটির অন্যতম বৈশিষ্ট্য:

  • বইটিতে সহজ সরল ভাষায় জ্বিন ও শয়তান জগৎ সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে।
  • বইটিতে তথ্যসূত্রগুলো বাংলাদেশী প্রকাশনীর সাথে মিল রেখে প্রকাশ করা হয়েছে।
  • উল্লেখিত কুরআন ও হাদীসগুলোর নম্বর উল্লেখ করা হয়েছে।
  • প্রতিটি বিষয়কে অধ্যায় ভিত্তিক রচিত এবং কুরআন হাদীসের তথ্য সূত্রের পাশাপাশি সলফে সালেহীনের উক্তিও উল্লেখিত হয়েছে।
  • জ্বিন ও শয়তান সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণার অপনোদনকল্পে আলোচনা উল্লেখিত হয়েছে।
  • বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

বইটির উল্লেখযোগ্য আলোচ্য বিষয়:

  • জ্বিন জগৎ
  • জ্বিন জাতির সৃষ্টি, উপাদান ও দৈহিক বর্ণনা এবং এদের প্রকারভেদ
  • জ্বিনের অস্তিত্ত্বের দলীল
  • জ্বিন দর্শন
  • শয়তান জ্বিন
  • ইবলীস কি জ্বিন জাতির আদি পিতা ?
  • শয়তানের আকৃতি
  • জ্বিনদের খাদ্য, পানীয়, বিবাহ-শাদী, বংশবৃদ্ধি
  • জ্বিন-ইনসানের আপোসে মিলন কি সম্ভব ?
  • জ্বিনদের বয়স, মৃত্যু
  • জ্বিনদের প্রতি প্রেরিত নবী-রাসূল
  • মানুষ ও শয়তানের মাঝে শত্রুতা
  • শয়তানের লক্ষ্যসমূহ
  • শয়তানের বন্ধু-বান্ধব
  • মানুষকে ভ্রষ্ট করার শয়তানের পদ্ধতিসমূহ
  • শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা
  • জ্বিন বস করা কি সম্ভব ?
  • জ্বিনরা কি গায়েব জানে ?
  • জ্যোতিষ বিদ্যা
  • শয়তানের বিরুদ্ধে মু’মিনের লড়ার হাতিয়ার
  • যেখানে যেখানে শয়তান থেকে পানাহ চাইতে হয়।
  • জ্বিন পাওয়া রোগীর চিকিৎসা প্রভৃতি

এক নজরে বইটি:

কুরআন-সুন্নাহর আলোকে জ্বিন ও শয়তান জগৎ | রচনায়: শাইখ আবদুল হামীদ ফাইযী আল-মাদানী

প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী | পৃষ্ঠা: ২৫৮ | সাইজ: ৩.৫ মেগাবাইট

জ্বিন ও শয়তান জগৎ – QA Server
জ্বিন ও শয়তান জগৎ – QA Server

জ্বিন ও শয়তান জগৎ – Mediafire
জ্বিন ও শয়তান জগৎ – Mediafire

Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

1 COMMENT

আপনার মন্তব্য লিখুন